অগ্নিনির্বাপক সিলিন্ডার বিস্ফোরণে বীর মুক্তিযোদ্ধা নিহত
গোলাম মোস্তফা মুন্না, (যশোর):
যশোরে অগ্নিনির্বাপক সিলিন্ডার বিস্ফোরণে বীর মুক্তিযোদ্ধা আনারুল ইসলাম মনা (৮০) নিহত হয়েছেন।
আজ বুধবার(২ মার্চ) সকাল নয়টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত বীরমুক্তিযোদ্ধা যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার মৃত গোলাম রব্বানীর ছেলে।
আনারুল ইসলাম মনার ভাই আশরাফুল ইসলাম নিরব জানান, নিহত আনারুল ইসলাম মনা অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মী ছিলেন। বর্তমানে তিনি যশোর এলাকায় অগ্নিনির্বাপক সিলিন্ডারের ব্যবসা করেন।
আজ বুধবার (২ মার্চ) সকালে বাড়িতে অগ্নিনির্বাপক সিলিন্ডার স্থানান্তর করার সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন।
হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আব্দুর রশিদ তার মৃত ঘোষণা করে বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।