পূর্ব বিরোধ মিমাংসার কথা বলে ডেকে এনে কুপিয়ে জখম
মোঃ রাজু খান, (ঝালকাঠি):
ঝালকাঠির পৌনাবালিয়ায় ঐতিহ্যবাহী শিব মেলার প্রথম দিনে পার্শবর্তী এলাকায় দুই দল যুবকের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৫জন আহত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১মার্চ) রাত সাড়ে ৯টায় আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসকরা ২জনকে সেখানে প্রাথমিক চিকিৎসা দিলেও আশংকা জনক অবস্থায় ৩জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে। পূর্ব বিরোধে মিমাংসা করার কথা বলে রাত সাড়ে ৮টায় লালমোন সাইক্লোন সেন্টারের সামনে ডেকে প্রতিপক্ষরা ধারালো রামদা ও চাকু নিয়ে এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
গুরুত্বর আহতদের স্বজনরা জানায়, কয়েকদিন পূর্বে তাদের বন্ধু নাগপাড়া গ্রামের মজিদ হাওলাদারের পুত্র রাকিবের সাথে লালমোন গ্রামের পলাশ সিকদারের সাথে বিরোধের ঘটনা ঘটলে স্থানীয়রা মিটমাট করে দেয়। আজ রাত ৮টার দিকে পলাশ সিকদার ও তার ভাই রহমান সিকদার রাকিবকে ফোন করে তাদের বাড়ীর কাছে আসতে বলে।
তাদের ডাকে রাকিব একটি অটোরিক্সায় ফরিদ সিকদারের পুত্র রিফাত (২০), ফারুখ সিকদারের পুত্র তাওহিদ (২০), কবির খার পুত্র রফিক খা (২০)ও ইেবু হাওলাদারের পুত্র সোহাগ (১৯) কে নিয়ে লালমোন সাইক্লোন সেন্টারের সামনে পৌছানো মাত্রই পূর্ব থেকেই ধারালো অস্ত্র নিয়ে ওঁত পেতে থাকা পলাশ সিকদার ও রহমান সিকদারসহ ৩/৪জন হামলা চালায়।
এসময় ধাড়ালো অস্ত্রের আঘাতে রাকিবের পেটের ভূরি বেরিয়ে যায়। তাওহিদের মেরুদন্ডর উপর চাকু ঢুকিয়ে দেয়া হয় ও রাকিবের হাতের কব্জির রগ কেটে ফেলা ছাড়াও অন্যদের শরিরের বিভিন্ন স্থানে জখম হয়। এলোপাথারি কুপিয়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলে আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে ও চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে।
সর্বশেষ রাত সোয়া ১২ টায় বরিশাল শেবাচিম হাসপাতালে অবস্থানরত আহত রিফাত-তাওহিদের আত্মীয় মনির জানায়, হাসপাতালে আনার সাথে সাথে আহত ৩জনকে অপারেশন থিয়েটারে ডুকানোর পর এখোন পর্যন্ত বের করা হয়নি। আহত ৩জনের মধ্যে একজনের প্রান বাঁচানো নিয়ে চিকিৎসকরা সংশয় প্রকাশ করেছে।
এ ব্যাপারে পোনাবালিয়ার ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মনির হোসেন জানায়, ঘটনার সময় তিনি শহরে অবস্থান করলেও এলাকায় পৌছে ঘটনা শুনেছি। কয়েকদিন পূর্বে রাকিবের সাথে পলাশের ঝগড়া হলে স্থানীয়রা বিষয়টি মিটিয়ে দিয়েছিল। তাদের মধ্যেই আজ আবার কেনো সংঘর্ষ হলো বুঝলাম না।
এ ব্যাপারে ঝালকাঠি থানা পুলিশ খবর পেয়ে সদর হাসপাতালের জরুরী বিভাগ থেকে আহতদের নাম তালিকা সংগ্রহ করেছে। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি বলে জানাগেছে।