টাঙ্গাইলে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি টাঙ্গাইল এর আয়োজনে (৫০তম) শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ টাঙ্গাইলের পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব শাহ্জাহান আনছারী চেয়ারম্যান, উপজেলা পরিষদ, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল। এ সময় টাঙ্গাইল জেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। উক্ত ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার, টাঙ্গাইল।
এ সময় মোছাঃ রানুয়ারা খাতুন উপজেলা নির্বাহী অফিসার, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল, লায়লা খানম, জেলা শিক্ষা অফিসার, টাঙ্গাইল, নাজমুল হুদা নবীন ভাইস চোয়ারম্যান, উপজেলা পরিষদ, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল, শমীমা আক্তার মহিলা ভাইস চোয়ারম্যান, উপজেলা পরিষদ, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল, মোসা- রোকেয়া খাতুন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সকল শিক্ষার্থীগণ এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।