মুডিসের মূল্যায়নে আমাদের আপত্তি আছে: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আমাদের বিনিময় হার স্থিতিশীল। বৈদেশিক মুদ্রার রিজার্ভও স্থিতিশীল। অর্থনৈতিক সূচকগুলোয় আমরা এগোচ্ছি। অথচ ঋণমান নির্ণয়কারী মার্কিন এজেন্সি মুডিসের রেটিংসে বলা হচ্ছে ডাউনগ্রেড। এ কারণে মুডিসের মূল্যায়নে আমাদের আপত্তি আছে। মুডিসের রেটিংয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার হালনাগাদ চিত্র উঠে আসেনি।
সোমবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘স্টেট ইনভেস্টমেন্ট ক্লাইমেট’ শীর্ষক ওয়েবিনারে এ কথা বলেন তিনি।
আহসান এইচ মনসুর বলেন, মুডিস’র রেটিংস যেসব তথ্য ব্যবহার করা হয়েছে সেগুলো সেকেলে। তাদের তথ্য হালনাগাদ নয়। এজন্য তাদের বলেছি, আমাদের এখানে আসুন। এখানে এসে মূল্যায়ন করুন। সিঙ্গাপুরে বসে অন্য কারো কথা শুনে নয়, বাংলাদেশে এসে মূল্যায়ন করুন।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, মুদ্রানীতি উল্লেখযোগ্যভাবে কঠোর করা হয়েছে। সুদহার বাড়ানো হয়েছে। টাকা এখন আকর্ষণীয় সম্পদ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ধীরে ধীরে কমছে। আগামী মূল্যস্ফীতি কমবে বলে আমরা আশাবাদী।
সম্প্রতি বাংলাদেশের ঋণমান ‘বি-ওয়ান’ থেকে কমিয়ে ‘বি-টু’তে এনেছে মুডিস। নতুন রেটিংস প্রকাশ করে মুডিস বলছে, সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার পর সরকার পরিবর্তনের ফলে উচ্চ রাজনৈতিক ঝুঁকি, নিম্ন প্রবৃদ্ধি সরকারের তারল্যের ঝুঁকি, বৈশ্বিক ভঙ্গুরতা এবং ব্যাংকিং খাতের ঝুঁকি বাড়িয়েছে। রাজনৈতিক অনিশ্চয়তা এবং দুর্বল প্রবৃদ্ধি বাংলাদেশকে ঘাটতি পূরণের জন্য স্বল্পমেয়াদি অভ্যন্তরীণ ঋণের ওপর ক্রমশ নির্ভরশীল করছে এবং এর ফলে তারল্য ঝুঁকি বাড়ছে।