South east bank ad

খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১৩.৮০ শতাংশ

 প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১৩.৮০ শতাংশ

দেশে জীবনযাপনের ব্যয় বেড়েই চলেছে। গত নভেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৫১ শতাংশ। আর খাদ্য মূল্যস্ফীতি ১ দশমিক ১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮০ শতাংশে।

বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

বিবিএস বলছে, নভেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ১১ দশমিক ৩৮ শতাংশ হয়েছে। গত অক্টোবর মাসে যা ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ।

চলতি বছরের শুরুতে দেশে হঠাৎ বেড়ে যাওয়া খাদ্য মূল্যস্ফীতি সেপ্টেম্বরে কিছুটা কমলেও ফের বাড়ছে। নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ১ দশমিক ১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ। অক্টোবর মাসে যা ছিল ১২ দশমিক ৬৬ শতাংশ।

এদিকে অক্টোবর মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৪ শতাংশ থাকলেও নভেম্বর মাসে সেটি বেড়ে ৯ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে।

এছাড়া নভেম্বর মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৫৩ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১৩ দশমিক ৪১ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৭২ শতাংশ। আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৯৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৭ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১৪ দশমিক ৬৩ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩১ শতাংশ।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: