South east bank ad

২০২৮ সাল পর্যন্ত থাকবে উচ্চমাত্রার মূল্যস্ফীতি

 প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

২০২৮ সাল পর্যন্ত থাকবে উচ্চমাত্রার মূল্যস্ফীতি

আরো কয়েক বছর বিশ্বে মূল্যস্ফীতিজনিত সংকট বিদ্যমান থাকবে বলে সাম্প্রতিক এক জরিপে পূর্বাভাস দিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, ২০২৮ সাল পর্যন্ত বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফীতি দেখা যাবে। খবর আনাদোলু।

জার্মান ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চ (ডিআইডব্লিউ) ও সুইস ইকোনমিক ইনস্টিটিউট (কেওএফ) পরিচালিত জরিপে বলা হয়েছে, ২০২৫ সালে গড় বৈশ্বিক মূল্যস্ফীতি হবে ৩ দশমিক ৯ শতাংশ।

অর্থনীতিবিদরা বলছেন, ২০২৬ সালে মূল্যস্ফীতি কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসবে এবং দীর্ঘমেয়াদে এ হার ২০২৮ পর্যন্ত বহাল থাকতে পারে।

এছাড়া মূল্যস্ফীতির ক্ষেত্রে আঞ্চলিক বৈচিত্র্য উল্লেখযোগ্য হবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। ২০২৪ সালে পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় মূল্যস্ফীতি বৈশ্বিক গড়ের তুলনায় কম ছিল যথাক্রমে ২ দশমিক ১, ২ দশমিক ৬ ও ২ দশমিক ৯ শতাংশ।

তবে ২০২৫ সালের জন্য দক্ষিণ এশিয়ায় ৭ দশমিক ৪, দক্ষিণ আমেরিকায় ৩৩ দশমিক ৬, উত্তর আফ্রিকায় ৩৭ দশমিক ২ ও পূর্ব আফ্রিকায় ২৭ দশমিক ৬ শতাংশ মূল্যস্ফীতির পূর্বাভাস দেয়া হয়েছে, যা বৈশ্বিক গড়ের তুলনায় অনেক বেশি।

এ জরিপে ১২৫টি দেশের ১ হাজার ৩৯৮ জন অর্থনীতিবিদ অংশগ্রহণ করেন।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: