টানা তৃতীয় বার এমপি নির্বাচিত হওয়ায় ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলমকে মার্কেন্টাইল ব্যাংকের সংবর্ধনা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ টানা তৃতীয়বার নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হওয়ায় মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলমকে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সংবর্ধনা জানায়।
আজ বৃহস্পতিবার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম ও মোঃ আনোয়ারুল হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল, পরিচালকবৃন্দ মোহাম্মদ আব্দুল আউয়াল ও ডঃ মোঃ রেজাউল কবির, শেয়ারহোল্ডার জালাল হোসেন খান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ, হাসনে আলম ও মু. মাহমুদ আলম চৌধুরী, সিএফও ড. তাপস চন্দ্র পাল এবং কোম্পানি সচিব ও মানবসম্পদ বিভাগের প্রধান আবু আসগার জি. হারুনী সহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।