South east bank ad

বিদ্যুৎ উৎপাদনে ১০ বছরের কর সুবিধা দিচ্ছে এনবিআর

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   এনবিআর

বিদ্যুৎ উৎপাদনে ১০ বছরের কর সুবিধা দিচ্ছে এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিকে ১০ বছরের জন্য আয়কর অব্যাহতি দিয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।

২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে উৎপাদনে যাওয়া কোম্পানিগুলোকে শর্ত সাপেক্ষে এ অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), আয়কর আইন, ২০২৩ এর ধারা ৭৬ এর উপধারা (১) অনুযায়ী শর্ত সাপেক্ষে প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসি অব বাংলাদেশের আওতায় বিওও ভিত্তিতে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিকে কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্যিক উৎপাদন আরম্ভ হতে প্রথম ৫ বছর পর্যন্ত (প্রথম থেকে পঞ্চম বছর) শতভাগ কর অব্যাহতি সুবিধা পাবে। পরবর্তী ৩ বছর (ষষ্ঠ হতে অষ্টম) অব্যাহতি সুবিধা ৫০ শতাংশ ও পরবর্তী ২ বছর (নবম ও দশম) ২৫ শতাংশ কর অব্যাহতি সুবিধা পাবে।

শর্তের মধ্যে রয়েছে—আয়কর আইনের সব বিধানাবলি পরিপালন করতে হবে, প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসি অব বাংলাদেশ-এ নির্ধারিত সব শর্তাবলি পূরণ করতে হবে এবং পলিসিতে বর্ণিত ব্যবস্থা অনুসারে কোম্পানিগুলো পরিচালিত হতে হবে।

২০২৫ সালের ১ জুলাই থেকে এ অব্যাহতি সুবিধা কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

BBS cable ad

এনবিআর এর আরও খবর: