South east bank ad

জাতীয় রাজস্ব বোর্ডের বেলাল চৌধুরী ওএসডি

 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ডের বেলাল চৌধুরী ওএসডি

সরকার সম্প্রতি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের সভাপতি মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মো. হুমায়ুন কবীরের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে, বুধবার (৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি হিসেবে তার দপ্তর বদল করা হয়। তাকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনাল, ঢাকার সভাপতি পদে পদায়ন করা হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে জাতীয় রাজস্ব বোর্ডে তার নতুন দায়িত্ব পালনের জন্য অবমুক্ত করা হয়েছে। এই পদায়ন অবিলম্বে কার্যকর হবে।

গত ৭ অক্টোবর তার বিরুদ্ধে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়, যা দুদকের মাধ্যমে অনুসন্ধানাধীন। পদায়নের সঙ্গে সঙ্গে তার নতুন দায়িত্বে যোগদানের ব্যবস্থা করা হয়েছে।

BBS cable ad

এনবিআর এর আরও খবর: