South east bank ad

ব্যক্তি করদাতাদের জন্য আয়কর রিটার্নে বিশেষ আদেশ, ছাড় পেলেন যারা

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   এনবিআর

ব্যক্তি করদাতাদের জন্য আয়কর রিটার্নে বিশেষ আদেশ, ছাড় পেলেন যারা

ব্যক্তি করদাতাদের জন্য অনলাইন আয়কর রির্টার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে পাঁচ ধরণের ব্যক্তির জন্য অনলাইন আয়কর রিটার্নে ছাড়া দেওয়া হয়েছে। এ ছাড়া আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করতে বলা হয়েছে।

আজ সোমবার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত বিশেষ আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

বিশেষ আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড ৪ আগস্ট থেকে ২০২৫-২০২৬ করবর্ষের জন্য সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।

এই আদেশের বাইরে থাকবেন- (ক) ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা; (খ) শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র দাখিল সাপেক্ষে); (গ) বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা; (ঘ) মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং (ঙ) বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকগণ।

তবে তারা চাইলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর।

বিশেষ আদেশে আরো বলা হয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে স্বাভাবিক ব্যক্তি করদাতারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে না পারলে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনার বরাবর আবেদন করতে পারবেন।
আবেদনে সুনির্দিষ্ট যৌক্তিকতা উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে উক্ত করদাতা পেপার রিটার্ন দাখিল করিতে পারবেন।

BBS cable ad

এনবিআর এর আরও খবর: