শিরোনাম

South east bank ad

এনবিআর চেয়ারম্যানের সঙ্গে আইবিসিএফ প্রতিনিধি দলের সাক্ষাৎ

 প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   এনবিআর

এনবিআর চেয়ারম্যানের সঙ্গে আইবিসিএফ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ইসলামিক ব্যাংকগুলোর শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) চেয়ারম্যান খাজা শাহরিয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করেছে। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ট্রেড ফ্যাসিলিটি ঋণ ও বিনিয়োগ সুবিধার ওপর আবগারি শুল্ক হিসাবায়নসংক্রান্ত প্রচলিত ব্যাংকিং এবং ইসলামিক ব্যাংকিংয়ের মধ্যে বিদ্যমান পার্থক্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ছিলেন ট্যাক্স লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্টের সদস্য একেএম বদিউল আলম, সিআইসির ডিরেক্টর জেনারেল আহসান হাবিব এবং ভ্যাট পলিসির মো. মশিউর রহমান। অন্যদিকে আইবিসিএফ প্রতিনিধি দলে ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. এম জুবায়দুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খান, শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এমডি রাফাত উল্লা খান, আইবিসিএফের অনারারি সেক্রেটারি নূরুল ইসলাম খলিফা, স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. সিদ্দিকুর রহমান, প্রাইম ব্যাংকের ডিএমডি এম নাজিম এ চৌধুরী এবং আইবিসিএফের সহকারী সচিব জাহাঙ্গীর আলম।

BBS cable ad

এনবিআর এর আরও খবর: