জুলাই-আগস্ট মাসের রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি

২০২৫ সালের জুলাই-আগস্ট এ দুই মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। ২০২৪ সালের একই সময়ে মোট রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৪৫ হাজার ৫ দশমিক ১৬ কোটি টাকা। এ বছরের জুলাই-আগস্ট মাসের রাজস্ব আদায়ে ২১ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
আগস্ট মাসে স্থানীয় পর্যায়ের মূসক খাত থেকে সবচেয়ে বেশি ১১ হাজার ৮৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। গত অর্থ বছরের একই সময়ে এ খাতে আদায়ের পরিমাণ ছিল ৮ হাজার ২৮৩ দশমিক ১৫ কোটি টাকা। চলতি অর্থবছরে স্থানীয় পর্যায়ের মূসক আদায়ের প্রবৃদ্ধির হার ৩৩ দশমিক ৮৩ শতাংশ।
আয়কর ও ভ্রমণ কর খাতে আগস্ট মাসে রাজস্ব আদায় হয়েছে ৮ হাজার ৪৪২ কোটি টাকা, যা গত বছরের এই সময়ের চাইতে ১ হাজার ৬৪৩ কোটি টাকা বেশি। আয়কর ও ভ্রমণ করের ক্ষেত্রে প্রবৃদ্ধির হার ২৪ দশমিক ১৭ শতাংশ।
২০২৫-২০২৬ অর্থবছরের আগস্ট মাসে আমদানি ও রফতানি খাতে রাজস্ব আদায় হয়েছে ৭ হাজার ৬৪৭ কোটি টাকা। গত অর্থবছরের আগস্ট মাসে এ খাতে আদায় ছিল ৮ হাজার ৭ দশমিক ৬২ কোটি টাকা। আইবাস প্লাস প্লাস সিস্টেমে অর্থনৈতিক কোড পরিবর্তনজনিত কারণে কাস্টমস হাউসগুলোর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব সেপ্টেম্বর মাসে জমা হওয়ার কারণে এ খাতে আগস্ট মাসে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে।
রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির এ ধারাকে আরো জোরালো করতে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মীরা কর নেট সম্প্রসারণ, কর পরিপালন নিশ্চিতকরণ ও কর ফাঁকি উদঘাটন কার্যক্রম বেগবান করতে কাজ করছে। করদাতাদের আইনের সুষ্ঠু পরিপালনের মাধ্যমে সময়মত যথাযথ পরিমাণ কর পরিশোধ করে দেশ গড়ার কাজের অংশীদার হবেন বলে আশাবাদী জাতীয় রাজস্ব বোর্ড।