South east bank ad

মোবাইল ব্যাংকিং: ৫ বছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স আগস্টে

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

মোবাইল ব্যাংকিং: ৫ বছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স আগস্টে

বিকাশ, নগদ ও রকেটসহ দেশে প্রচলিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫ বছরের মধ্যে চলতি অর্থবছরের (২০২৪-২৫) আগস্টে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ১০১ কোটি ৮০ লাখ টাকা।

রেমিট্যান্সের আগের অর্থবছরের (২০২৩-২৪) একই সময়ের তুলনায় যা ১১৩ শতাংশ বেশি। ২০২৩ সালের আগস্টে এমএফএসের মাধ্যমে রেমিট্যান্স এসেছিল ৫১৫ কোটি ৪০ লাখ টাকা। এছাড়া মাসভিত্তিতে আসা রেমিট্যান্স হিসেবে এটি ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি।

ক্রমবর্ধমান রেমিট্যান্স দেশের রিজার্ভকে শক্তিশালী করতে আশার আলো দেখাচ্ছে। বর্তমানে রিজার্ভ প্রায় ২০ বিলিয়ন ডলার।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত আগস্টে ব্যাংকিং খাতে বিঘ্ন ও এটিএম বুথে টাকা কম থাকায় এমএফএসের মাধ্যমে রেমিট্যান্স লেনদেন বেশি হয়েছে। এছাড়া প্রযুক্তির ব্যবহার বাড়ানো, ব্যাংকের মাধ্যমে আসা রেমিট্যান্সের ওপর আড়াই শতাংশ সরকারি প্রণোদনা ও এমএফএস সেবা প্রতিষ্ঠানগুলোর নানা সুবিধার কারণে রেমিট্যান্স বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, এমএফএস প্রতিষ্ঠানগুলো গত জুলাইয়ের তুলনায় আগস্টে ৫৪ দশমিক ২১ শতাংশ বেশি রেমিট্যান্স পেয়েছে। জুলাইয়ে প্রবাসীরা এমএফএসের মাধ্যমে দেশে পাঠিয়েছেন ৭ হাজার ১৪৪ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এমএফএসের মাধ্যমে আগস্টের রেমিট্যান্স প্রবাহ ২০১৮ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ।

গত আগস্টে এমএফএস-সহ সব আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে মোট রেমিট্যান্স প্রায় ৩৯ শতাংশ বেড়ে দুই বিলিয়ন দুই বিলিয়ন ডলার হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বরে রেমিট্যান্স আরও বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় তা ৮০ দশমিক ২৮ শতাংশ বেড়ে হয়েছে দুই দশমিক ৪০ বিলিয়ন ডলার। এছাড়া আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ৮ দশমিক ১২ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে।

সহজলভ্যতা ও নগদ টাকার সুবিধা ছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের নীতি ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর প্রচেষ্টা প্রবাসীদের আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহারকে উৎসাহিত করছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কিছু নীতিগত সিদ্ধান্ত (যেমন- ব্যক্তিগত এমএফএস অ্যাকাউন্ট থেকে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে একক লেনদেনের সর্বোচ্চ সীমা ১ লাখ ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৫০ লাখ টাকা করা) রেমিট্যান্স বেশি আসার পেছনে কাজ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার আলী আহমেদ মনে করেন, অর্থনীতিকে শক্তিশালী করতে রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সমন্বিত প্রচেষ্টা ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত ও বিতরণমূলক সহায়তায় প্রবাসীরা ডিজিটাল চ্যানেলে সফলভাবে রেমিট্যান্স পাঠিয়েছেন।

গত আগস্টে উল্লেখযোগ্য পরিমাণে রেমিট্যান্স এসেছে জানিয়ে নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, স্বাভাবিক প্রবৃদ্ধির পাশাপাশি নগদের মাধ্যমে আরো বেশি রেমিট্যান্স আনার চেষ্টা করছি। এজন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হচ্ছি। এখন ২ শতাধিক দেশ থেকে নগদের মাধ্যমে রেমিট্যান্স পাঠানো যাচ্ছে।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: