South east bank ad

‘এএএ’ ক্রেডিট রেটিং পেয়েছে প্রাইম ব্যাংক, স্থিতিশীলতা ও বিশ্বাস বজায় রাখার প্রতিশ্রুতি পুনঃব্যক্ত

 প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

‘এএএ’ ক্রেডিট রেটিং পেয়েছে প্রাইম ব্যাংক, স্থিতিশীলতা ও বিশ্বাস বজায় রাখার প্রতিশ্রুতি পুনঃব্যক্ত

 প্রাইম ব্যাংকের দীর্ঘমেয়াদী ক্রেডিট রেটিং ‘এএএ’-তে উন্নীত করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (CRAB)। একই সাথে ব্যাংকের স্বল্পমেয়াদি রেটিং গতবছরের ন্যায় ‘এসটি-’ দিয়েছে সংস্থাটি। ব্যাংকের এই রেটিং প্রাপ্তি মূলত গত তিন দশক ধরে ব্যাংকের আর্থিক সক্ষমতাদায়িত্বশীল ব্যাংকিং এবং বিশ্বস্ততা সৃষ্টির প্রতিশ্রুতির প্রতিফলন।

CRAB-এর এই রেটিং প্রাইম ব্যাংকের শক্তিশালী মূলধন কাঠামোবহুমাত্রিক ঋণ পোর্টফোলিওপর্যাপ্ত প্রভিশনিং এবং স্বল্প ব্যয়ে স্থিতিশীল আমানত কাঠামোর প্রতিফলন। এছাড়াওব্যাংকের কার্যকর পরিচালন দক্ষতাপর্যাপ্ত তারল্য এবং বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনা প্রক্রিয়াগুলোও এই রেটিং পেতে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।

 ‘এএএ’ দীর্ঘমেয়াদী রেটিং প্রাপ্তিই প্রমাণ করে, প্রাইম ব্যাংকের আর্থিক সক্ষমতা অত্যন্ত শক্তিশালী এবং তাদের ঋণ পরিশোধে ঝুঁকি ন্যূনতম, যা ব্যাংকটিকে দেশের সর্বোচ্চ এই রেটিং পেতে সহায়তা করেছে। অপরদিকে, ‘এসটি-’ স্বল্পমেয়াদী রেটিং প্রমাণ করে, প্রাইম ব্যাংকের স্বল্পমেয়াদী দায়বদ্ধতা পরিশোধের সক্ষমতা, যা ব্যাংকের পর্যাপ্ত তারল্য প্রবাহঅভ্যন্তরীণ তহবিল সৃষ্টি এবং পুঁজি সংগ্রহের বিস্তৃত সুযোগ সৃষ্টি করেছে।

CRAB-এর এই স্বীকৃতি প্রাইম ব্যাংককে এর অংশীজনদের নিকট একটি স্থিতিশীলনির্ভরযোগ্য আর্থিক অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: