South east bank ad

সঞ্চয়পত্রের মুনাফা ফেরত পাচ্ছেন না এস আলমের ব্যাংকগুলোর গ্রাহকরা

 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

সঞ্চয়পত্রের মুনাফা ফেরত পাচ্ছেন না এস আলমের ব্যাংকগুলোর গ্রাহকরা

সঞ্চয়পত্র নিয়ে বিপদে পড়েছেন অনেক বিনিয়োগকারী, বিশেষ করে এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলোর গ্রাহকেরা। তারা মুনাফার টাকা তুলতে পারছেন না এবং আসল টাকাও ফেরত না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও জাতীয় সঞ্চয় অধিদফতরের মধ্যে গত এক মাস ধরে বিষয়টি নিয়ে চিঠি চালাচালি চলছে, তবে কার্যকর সমাধান বের হয়নি।

বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র যেমন, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্র; গ্রাহকদের মুনাফা ও মূলধন তুলতে সমস্যা হচ্ছে।

সরকারের একজন অতিরিক্ত সচিব জানান, তিনি এস আলম গ্রুপের একটি ব্যাংকে বিনিয়োগ করেছেন এবং মাসিক খরচের জন্য মুনাফা পাচ্ছেন না।

গত দুই মাসে সঞ্চয় অধিদফতরে ব্যাংক হিসাব পরিবর্তনের জন্য ২৭০টি আবেদন জমা পড়েছে, যা আগের তুলনায় অনেক বেশি। আবেদনকারীদের মধ্যে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, এস আলম গ্রুপের অধীনে থাকা ৯টি ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বের করে নেয়ায় ব্যাংকগুলোতে চরম তারল্যসংকট বিরাজ করছে। এ কারণে আমানতকারীরা নিজেদের অর্থ তুলতে পারছেন না।

জাতীয় সঞ্চয় অধিদফতর ব্যাংক হিসাব পরিবর্তনের বিষয়টি নিয়ে পদক্ষেপ নিচ্ছে, কিন্তু গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার আশঙ্কা ব্যাপক।
এর আগে এস আলমের মালিকানায় থাকা গ্লোবাল ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন বলেন, সঞ্চয়পত্রের গ্রাহকদের মুনাফা না পাওয়ার বিষয়টি ব্যাংকের তারল্য সংকটের সঙ্গে সম্পর্কিত।

সূত্র অনুযায়ী, ব্যাংক হিসাব পরিবর্তনের ৩২টি আবেদন গতকাল এসেছে এবং এসব আবেদনের ওপর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে, ব্যাংকগুলোর অবস্থা ও সঙ্কটাপন্ন পরিস্থিতি গ্রাহকদের জন্য উদ্বেগজনক।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: