South east bank ad

৯৬ টাকা কেজিতে ভারত থেকে এলো ৫৯৩ টন কাঁচা মরিচ

 প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

৯৬ টাকা কেজিতে ভারত থেকে এলো ৫৯৩ টন কাঁচা মরিচ

দেশে কাঁচা মরিচের দাম যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেই মুহূর্তে বাজারে সরবরাহ ঠিক রাখতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এসেছে ৫৯৩ টন কাঁচা মরিচ।

মঙ্গলবার এসেছে ১০ টন ৯৫৬ কেজি ও সোমবার এসেছে ৫৮১ টন ৯৭০ কেজি কাঁচা মরিচ। এরই মধ্যে বেনাপোল বন্দর থেকে সোমবারের মরিচের চালান খালাস করেছেন আমদানিকারকরা। এতে প্রতি কেজি কাঁচা মরিচ আমদানিতে খরচ পড়েছে ৯৬ টাকা।

বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, দেশের ২৮ জন আমদানিকারক সোমবার প্রায় তিন কোটি ৩৪ লাখ টাকার কাঁচা মরিচ আমদানি করেছেন। প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা হিসেবে প্রতি কেজির আমদানি মূল্য ৬০ টাকা এবং শুল্ক ৩৬ টাকা।

বেনাপোল চেকপোস্টের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান জানান, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত একটি ট্রাকে ১০ টন ৯৫৬ কেজি কাঁচা মরিচ বন্দরে প্রবেশ করেছে। এর আগে, সোমবার ৫০ ট্রাকে ৫৮১ টন ৯৭০ কেজি মরিচ আমদানি হয়। যা শুল্ক ও কর পরিশোধ করে বন্দর থেকে খালাস করা হয়েছে।

BBS cable ad