South east bank ad

টাকা আনার পাশাপাশি এবার পাঠানোরও সেবা চালু হলো বিকাশ ও ট্রাস্ট ব্যাংকের মধ্যে

 প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

টাকা আনার পাশাপাশি এবার পাঠানোরও সেবা চালু হলো বিকাশ ও ট্রাস্ট ব্যাংকের মধ্যে

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ট্রাস্ট ব্যাংক পিএলসি-তে এবার টাকা পাঠানোরও সেবা চালু করলো বিকাশ। ফলে, ট্রাস্ট ব্যাংকের গ্রাহকরা ‘ট্রাস্ট-মানি’অ্যাপ ব্যবহার করে বিকাশ-এ ‘অ্যাড মানি’ করার পাশাপাশি এখন বিকাশ অ্যাপ থেকে ট্রাস্ট ব্যাংকেও নিজের বা অন্যের অ্যাকাউন্টে তাৎক্ষণিক টাকা পাঠাতে পারছেন। দ্বিমুখী এই সেবা চালু করার মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের গ্রাহকরা নিজেদের অর্থের ব্যবস্থাপনায় আরও স্বাধীনতা ও সক্ষমতা অর্জন করলেন।

আজ ট্রাস্ট ব্যাংক পিএলসি এর প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী এবং বিকাশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর স্বীয় প্রতিষ্ঠানের পক্ষে যৌথভাবে এই সেবা উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য পরিচালকবৃন্দ, শাখা ব্যবস্থাপকগণ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই দ্বিমুখী লেনদেন সেবা পেতে প্রথমে গ্রাহককে বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘অ্যাড মানি’ অথবা ‘বিকাশ টু ব্যাংক’ আইকনে ট্যাপ করে ‘ব্যাংক অ্যাকাউন্ট’ অপশনে যেতে হবে। এরপর ‘ট্রাস্ট ব্যাংক পিএলসি’ নির্বাচন করে ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজনীয় তথ্য দিয়ে বিকাশ অ্যাকাউন্টের সাথে লিংক করতে হবে। ‘অ্যাড মানি’ বা নিজের অ্যাকাউন্টে ‘বিকাশ টু ব্যাংক’ করার জন্য লিংক স্থাপনের ক্ষেত্রে ব্যাংকে নিবন্ধিত মোবাইল নম্বর ও বিকাশ নম্বর একই হতে হবে। তবে ‘অন্য অ্যাকাউন্ট’-এ ‘বিকাশ টু ব্যাংক’ করতে সরাসরি ট্রাস্ট ব্যাংক অ্যাকাউন্ট নম্বর টাইপ করলেই চলবে।

লিংক স্থাপন হয়ে গেলে একজন গ্রাহক বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’র মাধ্যমে ট্রাস্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে যেকোনো সময় প্রয়োজন মতো বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন। আবার ব্যাংকে না গিয়ে ট্রাস্ট ব্যাংকের যেকোনো অ্যাকাউন্টে টাকা পাঠানোসহ ঋণের কিস্তি ইত্যাদি নানাবিধ সেবাও ‘বিকাশ টু ব্যাংক’-এর মাধ্যমে ঘরে বসেই নেয়া যাবে। লেনদেন সম্পন্ন হওয়ার পর গ্রাহক এসএমএস-এর মাধ্যমে নোটিফিকেশন পেয়ে যাবেন। উল্লেখ্য, অ্যাড মানি বা বিকাশ টু ব্যাংক, উভয় ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংক নির্ধারিত লিমিট প্রযোজ্য হবে। বিকাশ টু ব্যাংক লেনদেনের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে। 


BBS cable ad

ব্যাংক এর আরও খবর: