South east bank ad

দুই ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ডে বিএসইসির সম্মতি

 প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

দুই ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ডে বিএসইসির সম্মতি



পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি ব্যাংকের মোট ৬০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাবে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি ব্যাংকের মোট ৬০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাবে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংক দুটি হলো স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি ও এক্সিম ব্যাংক পিএলসি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

স্ট্যান্ডার্ড ব্যাংক: ব্যাংকটির ৩৫০ কোটি টাকার সাব-অর্ডিনেটে বন্ড ইস্যুতে সম্মতি দিয়েছে বিএসইসি। পুরোপুরি অবসায়নযোগ্য ও আনসিকিউরড ফ্লোটিং রেটের এ বন্ডের মেয়াদ সাত বছর। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে মোট সাত হাজার বন্ড ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের মূল্য ৫ লাখ টাকা। বন্ড থেকে উত্তোলিত অর্থ টিয়ার-২ মূলধন শক্তিশালী করতে এ অর্থ ব্যবহার করবে ব্যাংকটি।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। এছাড়া চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ১৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৭৫ পয়সায়।

এক্সিম ব্যাংক: ব্যাংকটির ২৫০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুতে সম্মতি দিয়েছে বিএসইসি। রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ কুপন মার্জিন যোগ করে এ বন্ডের কুপন হার নির্ধারিত হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। এ বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে ব্যাংকের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড কাজ করছে।

চলতি ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে এক্সিম ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ২ টাকা ৭৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৫৮ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ২৪ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে এক্সিম ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৩৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকায়।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: