ডাচ বাংলার ব্যাংকিং সার্ভিসেস সাময়িক বন্ধ
নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশন কার্যক্রম সম্পাদন করার লক্ষ্যে ডাচ বাংলা ব্যাংক পিএলসি-এর কোর ব্যাংকিং সার্ভিসেস এবং এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস সাময়িকভাবে বন্ধ থাকবে।
বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসেন আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সাময়িক বিরতির পর দ্রুত সময়ে সকল ব্যাংকিং কার্যক্রম পুনরায় শুরু হবে। এই আপগ্রেডেশনের ফলে দীর্ঘমেয়াদে গ্রাহকদের সেবা আরো দ্রুত ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।