এসবিএসি ব্যাংকে বাণিজ্যভিত্তিক অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাণিজ্যভিত্তিক অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সচেতনামূলক কর্মসূচি আয়োজন করেছে এসবিএসি ব্যাংক পিএলসি। গতকাল শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের এসবিএসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সচেতানমূলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া।
ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ সাইদুর রহমাননের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের এসইভিপি ও প্রধান অর্থপাচার প্রতিরোধ কর্মকর্তা (ক্যামেলকো) মোঃ মাসুদুর রহমান এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান ও ডিক্যামেলকো মোঃ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন। এতে এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ের বৈদেশিক বাণিজ্যসংশ্লিষ্ট বিভাগ ও শাখাসমূহের কর্মকর্তারা অংশ নেন।