শিরোনাম

South east bank ad

প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল ব্যাংকিং চুক্তি করলো বিএইচএল গ্রুপ

 প্রকাশ: ২০ মে ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল ব্যাংকিং চুক্তি করলো বিএইচএল গ্রুপ

শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল চুক্তি সই করেছে বিএইচএল গ্রুপ। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়।


 


চুক্তি অনুযায়ী, বিএইচএল গ্রুপ এর কর্মীরা প্রাইম ব্যাংকের কার্ড ও লোন সুবিধাসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও তারা নিজেদের সুবিধা মতো প্রাইম ব্যাংকের অটোমেটেড স্যালারি সেবার ডিজিটাল পোর্টাল ‘PrimePay’ উপভোগ করতে পারবেন। পাশাপাশি করপোরেট পেমেন্ট-এর সেবাও সার্বক্ষণিক উপভোগ করতে পারবেন।


 


প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং বিএইচএল গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর স্বপন কুমার ঘোষ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস এবং বিএইচএল গ্রুপের এজিএম (মানবসম্পদ ও প্রশাসন প্রধান) মো. আব্দুল্লাহ আল নোমান, এজিএম (আইসিটি) মো. হাফিজুর রহমান, এজিএম (প্রধান হিসাবরক্ষক) মো. মতিউর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: