শিরোনাম

South east bank ad

দেশে এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক

 প্রকাশ: ২২ মে ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

দেশে এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক

দেশের তৃণমূল পর্যায়ের এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।

অর্থ মন্ত্রণালয়ের শিল্প প্রতিযোগিতা ও উদ্ভাবন দক্ষতা কর্মসূচির আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এই উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এই উদ্যোগের আওতায় ব্র্যাক ব্যাংকসহ দেশের ২৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দেশব্যাপী ৩ হাজার সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে। 

৫ মে ২০২৫ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ এবং ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এই চুক্তিতে স্বাক্ষর করেন।


এ সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, ডিইপিডি প্রোগ্রাম ম্যানেজমেন্ট, সৈয়দা আমিনা ফাহমিন, ও অর্থ মন্ত্রণালয়ের উপসচিব, এইপিডি প্রোগ্রাম ম্যানেজমেন্ট, মাহমুদা আখতার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 


এই সহযোগিতা উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং তাঁদের ব্যবসা সম্প্রসারণ ও টেকসইতা অর্জনে ভূমিকা রাখবে। উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গতি আনবে বলে বিশ্বাস করে সংশ্লিষ্টরা।


BBS cable ad

ব্যাংক এর আরও খবর: