পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
এর আগে গত ৩ জুলাই তাকে ডেকে পদত্যাগের নির্দেশ দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ।
আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে।
নতুন বোর্ডে চেয়ারম্যান করা হয় ওবায়েদ উল্লাহ আল মাসুদকে, যিনি বিগত সরকারের আমলে সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তার নিয়োগে বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের সুপারিশ ছিল।