জালালাবাদ গ্যাস কোম্পানির অর্থ পরিশোধ শুরু লাফার্জের
বকেয়া ১০০ কোটি টাকা গ্যাস বিলের অর্থ পরিশোধ শুরু করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ। জালালাবাদ গ্যাস কোম্পানিকে তারা প্রথম কিস্তি হিসেবে ১০ কোটি টাকা জমা দেবে আগামী এক মাসের মধ্যে। নিয়মিত গ্যাস বিলের পাশাপশি এ পরিমাণ অর্থ জমা দেবে লাফার্জহোলসিম।
অবশিষ্ট অর্থ প্রতি ত্রৈমাসিক হিসেবে জমা দেওয়া হবে। উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী এ অর্থ পরিশোধ করা হবে বলে জানিয়েছে লাফার্জহোলসিম।
আজ সোমবার (৩ মে) বিনিয়োগকারীদের তথ্যটি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
জানা গেছে, উচ্চ আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নে বৈঠক করেছে লাফার্জের পরিচালনা পর্ষদ। ওই বৈঠকে অর্থ পরিশোধ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
লাফার্জের কাছে ৯০ কোটি ২৫ লাখ সাত হাজার ৪২৩ টাকা পায় জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেড। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বিবাদ চলে আসছিল। শেষ পর্যন্ত তা আদালতে গড়ায়।
বিষয়টি নিয়ে রিট পিটিশনও দাখিল হয়। তা আপিল বোর্ডের মাধ্যমে তা সুরাহা হয়। এর ফলে বকেয়া থাকা অর্থ পরিশোধ করতে হচ্ছে লাফার্জকে। প্রতি তিন মাস অন্তর ১০ কোটি টাকা গ্যাস বিল বাবদ পরিশোধ করবে লাফার্জহোলসিম। তবে আরবিট্রেশনে পৃথক আরেকটি মামলা চলমান রয়েছে।