শিরোনাম

South east bank ad

বিএসআরএম লিমিটেডকে একত্রিকরণের অনুমোদন দিয়েছে বিএসইসি

 প্রকাশ: ০৮ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   নির্মাণ সামগ্রী

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৭৭৬তম সভায় পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ স্টীল রি-রোলিং মিলস লিমিটেডের (বিএসআরএম লিমিটেড) সঙ্গে অ-তালিকাভুক্ত বিএসআরএম স্টীল মিলসের একত্রিকরণের (মার্জার) অনুমোদন দিয়েছে । বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ স্টীল রি-রোলিং মিলস্ লিমিটেড-এর (ট্রান্সফ্রি কোম্পানি) সাথে নন-লিস্টেড পাবলিক কোম্পানি বিএসআরএম স্টীল মিলস্ লিমিটেড এর (ট্রান্সফ্রি কোম্পানি) একত্রিকরণ প্রক্রিয়া অনুমোদন করেছে। এই একত্রিকরণের ফলে বাংলাদেশ স্টীল রি-রোলিং মিলস্ লিমিটেডের পরিশোধিত মূলধন ২,৩৬ কোটি ছয় লাখ ৮২ হাজার ৩৬০ টাকা হতে ২৯৮ কোটি ৫৮ লাখ ৪৬ হাজার ২৬০ টাকায় উন্নীত হবে।
এক্ষেত্রে বাংলাদেশ স্টীল রি-রোলিং মিলস্ লিমিটেড বিএসআরএম স্টীল মিলস্ লিমিটেড-এর বিদ্যমান শেয়ারধারীদের ১০.০০ (দশ) টাকা মূল্যমানের ৩৯ কোটি ৪৪ লাখ ৩৫ হাজার ৪০০ শেয়ারের বিপরীতে একই মূল্যমানের ৬ কোটি ২৫ লাখ ১৬ হাজার ৩৯০ শেয়ার ইস্যু করবে।

হাই কোর্ট আদেশ অনুসারে শেয়ারের এক্সচেঞ্জ রেশিও ১৪০.২৮৮ হিসেবে কমিশন উল্লেখিত শেয়ার ইস্যুর অনুমোদন প্রদান করে।

BBS cable ad

নির্মাণ সামগ্রী এর আরও খবর: