ব্র্যাক ব্যাংকের ডিজিটাল এসএমই ঋণ পাবেন মেডবক্সের ফার্মেসি উদ্যোক্তারা
র্যাক ব্যাংক পিএলসির ডিজিটাল এসএমই লোন সেবা ‘সাফল্য’ থেকে ঋণ সুবিধা পাবেন মেডবক্স সলিউশন লিমিটেডের সঙ্গে যুক্ত ফার্মেসিগুলোর উদ্যোক্তারা। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের এএমডি ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং মেডবক্স সলিউশনের এমডি কাজী আশিকুর রাসুল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ অংশীদারত্বের আওতায় মেডবক্সের সঙ্গে যুক্ত ফার্মেসিগুলো ব্র্যাক ব্যাংকের ‘সুবিধা’ অ্যাপের মাধ্যমে ইনস্ট্যান্ট লোন সুবিধা ‘সাফল্য’ নিতে পারবেন, যা তাদের ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজনীয়তা পূরণে সহায়ক হবে।


