ঢাকা ব্যাংক উদ্যোক্তার শেয়ার ক্রয় সম্পন্ন
ঢাকা ব্যাংক পিএলসির উদ্যোক্তা এটিএম হায়াতুজ্জামান খান ব্যাংকটির ২৬ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। গত ২৫ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বিদ্যামান বাজারদরে এ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন তিনি।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৫৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ২১১ কোটি ৮৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০৫ কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৩৪৯। এর ৪০ দশমিক ৯২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক শূন্য ৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৭ দশমিক শূন্য ৫ শতাংশ শেয়ার রয়েছে।


