বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ তহবিলে অংশ নিতে চুক্তি করল এসবিএসি ব্যাংক
উদ্ভাবনী ও নতুন উদ্যোক্তা বিকাশে বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার স্টার্টআপ পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণের লক্ষ্যে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে এসবিএসি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গতকাল কেন্দ্রীয় ব্যাংকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এসবিএসি ব্যাংকের এমডি ও সিইও এসএম মঈনুল কবীর এবং কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এবং এসবিএসি ব্যাংকের ডিএমডি মো. আলতাফ হোসেন ভুঁইয়া ও ক্রেডিট ডিভিশনের প্রধান মো. আব্দুল মান্নান।


