শিরোনাম

South east bank ad

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৩.৭৮ বিলিয়ন ডলার

 প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৩.৭৮ বিলিয়ন ডলার
 

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও বেড়েছে। সর্বশেষ হিসাবে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ হাজার ৭৮৫ দশমিক ০২ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৩ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।

বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, ৭ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৩ হাজার ৭৮৫ দশমিক ০২ মিলিয়ন ডলার।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ১৮৮ দশমিক ৯৬ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে, গত ১ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৩ হাজার ১৮০ দশমিক ৩১ মিলিয়ন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৮ হাজার ৫১৪ দশমিক ৭২ মিলিয়ন ডলার।

আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুসারে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বিয়োগ করে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: