শিরোনাম

South east bank ad

মৎস্য রফতানি বাড়াতে ই-ট্রেসিবিলিটি বিষয়ক প্রকাশনার মোড়ক উন্মোচন

 প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

মৎস্য রফতানি বাড়াতে ই-ট্রেসিবিলিটি বিষয়ক প্রকাশনার মোড়ক উন্মোচন

মৎস্য রফতানি খাতে আধুনিক ও ডিজিটাল ব্যবস্থাপনা জোরদার করার লক্ষ্যে ‘মৎস্য রফতানি প্রসারে ই-ট্রেসিবিলিটি’ শীর্ষক একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে। ফিশ ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) যৌথ উদ্যোগে বাস্তবায়িত একটি পাইলট প্রকল্পের অর্জন হিসেবে এ প্রকাশনাটি প্রণয়ন করা হয়। এ উপলক্ষে গতকাল বিপিসির সম্মেলন কক্ষে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. আবদুর রহিম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোয়াব সভাপতি মোল্লা সামছুর রহমান সাহিন। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিপিসির সিইও নাহিদ আফরোজ, মৎস্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও ফোয়াবের উপদেষ্টা ড. সৈয়দ আরিফ আজাদ এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোশাররফ হোসেন। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও বিপিসির পরিচালক ড. মো. রাজ্জাকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ই-ট্রেসিবিলিটি ব্যবস্থা ও প্রকাশনার ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ফোয়াবের প্রকল্প পরিচালক মৎস্যবিদ মো. মনিরুজ্জামান ও ফোয়াবের আইটি কনসালট্যান্ট মোহাম্মদ মাহমুদুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফোয়াবের আইন উপদেষ্টা ব্যারিস্টার মোহাম্মদ মহিবুল্লাহ, বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় লিমিটেডের পরিচালক অশোক কুমার বিশ্বাস এবং খুলনা জেলা আঞ্চলিক কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন খাজা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: