সম্মিলিত ইসলামী ব্যাংকে দুইদিনে জমা ৪৪ কোটি ও উত্তোলন ১০৮ কোটি টাকা
একীভূত হওয়া পাঁচ ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি ১৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে। যদিও নতুন বছরের প্রথম দিনই লেনদেন শুরু করেছে ব্যাংকটি। একীভূত ব্যাংকগুলোর বিভিন্ন শাখায় এরই মধ্যে নতুন ব্যাংকের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। অনানুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর দুই কার্যদিবসে এ ব্যাংকে আমানত জমা পড়েছে ৪৪ কোটি টাকা। একই সময় গ্রাহকরা উত্তোলন করেছেন প্রায় ১০৮ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কাযালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ সময় সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়াও বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ‘একটি নতুন ব্যাংকের কার্যক্রম শুরু করতে অনেক সময় লাগে। তবে নতুন আইন প্রয়োগের মাধ্যমে সবার আন্তরিক প্রচেষ্টায় দুই মাসেই কার্যক্রম শুরু করতে পেরেছি। নতুন ব্যাংকের চেয়ারম্যান ও পাঁচ ব্যাংকের প্রশাসকরা কয়েক মাস ধরেই সুন্দরভাবে নৌকার হাল ধরে রেখেছেন। ধাপে ধাপে বেশকিছু কাজ শেষ করে সম্মিলিত ইসলামী ব্যাংককে তারা একটি অবস্থানে নিয়ে এসেছেন। এরই মধ্যে ব্যাংকটিতে লেনদেন শুরু হয়েছে। প্রথম দুই কার্যদিবসে এ ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে ১০৭ কোটি ৭৭ লাখ টাকা। যদিও আমরা আরো বেশি আশা করেছিলাম। টাকা উত্তোলনে লেনদেন হয়েছে ১৩ হাজার ৩১৪টি। এছাড়া আমানত জমা পড়েছে ৪৪ কোটি টাকা; যা নতুন ব্যাংক, সরকার ও বাংলাদেশ ব্যাংকের প্রতি গ্রাহক ও জনগণের আস্থা ইঙ্গিত করছে।’
একীভূত হওয়া পাঁচ ব্যাংক হলো এক্সিম ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিএল), ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি (এফএসআইবিএল), ইউনিয়ন ব্যাংক পিএলসি ও গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি। এর মধ্যে এক্সিম ব্যাংকের গ্রাহকরাই সবচেয়ে বেশি টাকা উত্তোলন করেছেন। মোট ৬ হাজার ২৬৫টি লেনদেনের বিপরীতে ৬৫ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। সবচেয়ে বেশি আমানত জমাও পড়েছে এ ব্যাংকেই। প্রথম দুই কার্যদিবসে মোট জমা পড়েছে ২৪ কোটি ২৬ লাখ টাকা। এছাড়া ইউনিয়ন ব্যাংকে ১৫ কোটি ২৪ লাখ, এসআইবিএলে ৩ কোটি ৪৯ লাখ, এফএসআইবিএলে ৪৮ লাখ ও গ্লোবাল ইসলামী ব্যাংকে ৬২ লাখ টাকা আমানত জমা পড়েছে।
ড. আহসান এইচ মনসুর বলেন, ‘পাঁচটি স্ব স্ব আইটি সিস্টেম ছিল। আগের সিস্টেম বিদ্যমান রেখেই বর্তমানে কাজ করতে হচ্ছে। তবে বাংলাদেশ ব্যাংকের আইটি টিম নতুন ব্যাংকের জন্য আলাদা সিস্টেম উন্নয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে। ব্যাংকটিতে এরই মধ্যে সরকারি প্রতিনিধি নিয়োগ দেয়া হলেও বেসরকারি প্রতিনিধি নিয়োগের বিষয়টিও প্রক্রিয়াধীন।’
একীভূত ব্যাংকগুলোয় ফরেনসিক অডিট করা দরকার মন্তব্য করে গভর্নর বলেন, ‘আমরা কাউকে ছাঁটাই করতে চাই না। পাঁচটি ব্যাংককেই ফরেনসিক অডিটের আওতায় নিয়ে আসতে চাই। ব্যাংকগুলোর এ অবস্থার জন্য কারা দায়ী, সেটা বের করা দরকার। এগুলোয় যেসব দক্ষ লোক আছেন, তারা এখন নির্ভয়ে কাজ করতে পারবেন। পাঁচটা ব্যাংকেরই নিজস্ব পে স্কেল থাকলেও সবার জন্য একটি সম্মিলিত পে স্কেল প্রস্তুত করা হবে। এক্ষেত্রে কারো হয়তো বেতন কমতে বা বাড়তে পারে।’
ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানসংক্রান্ত (এনবিএফআই) এক প্রশ্নের জবাবে আহসান এইচ মনসুর বলেন, ‘নয়টি এনবিএফআইকে আমরা আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছি। এ সপ্তাহেই এগুলোকে ননভায়াবেল (অকার্যকর) ঘোষণা করা হবে। এরপর সম্পদ মূল্যায়ন করে ব্যক্তি খাতের আমানতকারীদের পুরো টাকা দেয়া হবে। আশা করি, রমজানের আগেই এটি সম্ভব হবে।’
সংবাদ সম্মেলনে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, ‘ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। এক সপ্তাহের মধ্যেই এ পদে নিয়োগ দেয়া হবে। এরপর ১৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।’


