ইউসিবির আমানতে তিন গুণের বেশি প্রবৃদ্ধি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) আমানতে রেকর্ড প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৪ সালে যেখানে আমানত প্রবৃদ্ধি ছিল ৪ হাজার ৮২ কোটি টাকা, সদ্যসমাপ্ত বছরে (২০২৫) সব রেকর্ড ভেঙে তা প্রায় ১৩ হাজার কোটি টাকায় পৌঁছায়। অর্থাৎ এক বছরে প্রবৃদ্ধি বেড়েছে তিন গুণেরও বেশি। আমানতের সাফল্য উদযাপনে ইউসিবির প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন শাখা ও অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেক কেটে কর্মীরা সাফল্য ভাগ করে নেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান শরীফ জহীর এবং এমডি ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদসহ পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারী, আমানতকারী, গ্রাহক ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।


