South east bank ad

শামসুজ্জামান খান জ্ঞান সাধনার এক অনুকরণীয় আদর্শ : মোস্তাফা জব্বার

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মৃত্যুবার্ষিকী

শামসুজ্জামান খান জ্ঞান সাধনার এক অনুকরণীয় আদর্শ : মোস্তাফা জব্বার

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক এবং পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার।
মন্ত্রী আজ বুধবার এক শোকবার্তায় বলেন, শামসুজ্জামান খান বাংলা ভাষা, সাহিত্য-শিল্প ও সংস্কৃতিসহ জ্ঞান সাধনার এক অনুকরণীয় আদর্শ ।শিক্ষক হিসেবে তিনি ছিলেন অনন্য প্রতিভার অধিকারী। একইভাবে প্রশাসক হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত সফল একজন মানুষ। তিনি গত ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে প্রতিষ্ঠানটির উন্নয়নে অবিস্মরণীয় অবদান রেখেছেন। মন্ত্রী বলেন, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ঢাকা (১৯৯৬-১৯৯৭); মহাপরিচালক, জাতীয় জাদুঘর (১৯৯৭-২০০১) হিসেবে প্রতিষ্ঠান দুটিতে তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

কম্পিউটারে বাংলা ভাষার উদ্ভাবক জনাব মোস্তাফা জব্বার বাংলা ইউনিকোডকে দেবনাগরীয় প্রভাব মুক্ত করতে তার প্রচেষ্টার সাথে জনাব শামসুজ্জামানের সহযোগিতার কথা স্মরণ করে তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, শামসুজ্জামান খানের প্রকাশিত গ্রন্থ: প্রবন্ধ-গবেষণা: নানা প্রসঙ্গ (১৯৮৩); গণসঙ্গীত (যৌথ, ১৯৮৫); মাটি থেকে মহীরুহ (১৯৯৪); বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ ও প্রাসঙ্গিক কথকতা (১৯৯৫); আধুনিক ফোকলোর চিন্তা (২০০১); মীর মশাররফ হোসেন: নতুন তথ্যে, নতুন ভাষ্যে (২০০৪); ফোকলোর চর্চা (২০০৬); নির্বাচিত প্রবন্ধ (২০০৬)। রম্য-রচনা: ঢাকাই রঙ্গরসিকতা (২০০১); গ্রাম বাংলার রঙ্গরসিকতা (২০০৪); গ্রাম বাংলার রঙ্গ গল্প (২০০৬)। শিশুসাহিত্য: দুনিয়া মাতানো বিশ্বকাপ (১০৮৭)। জীবনী: মনিরুজ্জামান ইসলামাবাদী (১৯৮৫); মওলানা মনিরুজ্জামান: এছলামাবাদী (দ্বিতীয় পরিমার্জিত সংস্করণ ২০০৬)। সম্পাদনা: কিশোর গল্প ‘সূর্যমুখী’ (১৯৬৭); আফ্রিকার কবিতা: লি্ওপোল্ড সেংঘর (১৯৭৭); ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মারকগ্রন্থ (যৌথ, ১৯৮৫); ছোটদের অভিধান (যৌথ, ১৯৮৫); চরিতাভিধান (যৌথ, ১৯৮৫); বাংলাদেশের লোকঐতিহ্য (১৯৮৬); বাংলাদেশের লোক ঐতিহ্য (প্রথম খণ্ড, ২০০৬); Bibliography on Folklore of Bangladesh (যৌথ, ১৯৮৭); চন্দ্রকুমার দে অগ্রন্থিত রচনা (১ম খণ্ড ১৯৯৪ এবং ২য় খণ্ড ১৯৯৫); বাংলা সন ও তাঁর ঐতিহ্য (১৯৯৪); সংক্ষিপ্ত বাংলা অভিধান (যৌথ, ১৯৯৬); ভাষা আন্দোলনের শহীদেরা (যৌথ, ১৯৯২); (Folklore of Bangladesh (Vol. 1987 & Vol-2 1989); কবি মঈনুদ্দীন স্মারকগ্রন্থ (২০০০); সুবর্ণরেখার আলপনা: আবুল আহসান চৌধুরী সংবর্ধনাগ্রন্থ (যৌথ, ২০০৩); মোহাম্মদ মনিরুজ্জামান এছলামাবাদী: আত্মজীবন ইত্যাদি বাংলা ও বাঙালির সম্পদ হিসেবে যুগ থেকে যুগান্তর শামসুজ্জামান খানকে স্মরণীয় করে রাখবে। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

BBS cable ad

মৃত্যুবার্ষিকী এর আরও খবর: