সিএমএসএমই খাতে ঋণ বিতরণের অগ্রগতিসংক্রান্ত সভা করেছে রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক পিএলসির সিএমএসএমই খাতে ঋণ বিতরণের অগ্রগতিসংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয় গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এ সভায় সারা দেশের শাখা ব্যবস্থাপকদের বিভিন্ন নির্দেশনা দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম। সভায় ডিএমডি হাসান তানভীর, সাধারণ ঋণ ও এসএমই বিভাগের মহাব্যবস্থাপক মইনউদ্দিন মাসুদ ও স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মোহাম্মদ মাসুদসহ সব বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এবং সারা দেশের জোনাল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।