অর্থনীতিবিদ বারকাতের স্ত্রীর মৃত্যু

অর্থনীতি সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল বারকাত-এর সহধর্মিনী অধ্যাপক ডা. সাহিদা আখতার মারা গেছেন।
রোববার (০২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার (১ মে) সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। রোববার (২ মে) বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
সাহিদা আখতার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করে বারডেম হাসপাতালে কর্মজীবন শুরু করেন। তিনি একজন প্রথিতযশা শিশু বিশেষজ্ঞ হিসেবে সেখানে কর্মরত থেকে কিছুদিন আগে অবসর গ্রহণ করেন।