বাংলাদেশকে ব্র্যান্ডিংয়ের উদ্যোগ বিজিএমইএর

তৈরি পোশাক শিল্প মালিক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) তৈরি পোশাক শিল্পকে ব্র্যান্ডিং করার পাশাপাশি সামগ্রিকভাবে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার ক্ষেত্রেও উদ্যোগ নিয়েছে। গতকাল ‘দেশকে ব্র্যান্ডিং করতে বিজিএমইএর উদ্যোগ’ শীর্ষক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মো. ফারুক হাসান এ কথা জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির উত্কর্ষের কারণে ন্যাশন ব্র্যান্ডিংয়ের গুরুত্ব বেড়েছে। দেশকে ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবেই বিজিএমইএ মেড ইন বাংলাদেশ উইকের আয়োজন করে। ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবে দেশে তৈরি রিকশা ইউরোপে যাচ্ছে। ম্যানচেস্টার মিউজিয়ামের এশিয়ান গ্যালারিতে দর্শনার্থীদের রিকশায় চড়ার স্বাদ পূরণ করবে ঢাকার রিকশা। বাংলাদেশের প্যাডেলচালিত রিকশার ঐতিহ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম ছড়িয়ে দিতে কাজ করছে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন ‘উই লাভ রিকশা। রিকশার ইউরোপ যাত্রায় উই লাভ রিকশা সংগঠনের সঙ্গে বিজিএমইএ, ম্যানচেস্টার মিউজিয়াম, ব্রিটিশ কাউন্সিল কাজ করছে। আগামী বছরের জানুয়ারিতে প্রতিবন্ধী খেলোয়াড়দের নিয়ে ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টি ওডিআই হুইলচেয়ার টুর্নামেন্টের আয়োজন করা হবে। ব্যতিক্রমী উদ্যোগটি বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগে থাকতে পেরে বিজিএমইএ আনন্দিত।
ফারুক হাসান বলেন, ব্র্যান্ডিং শক্তিশালী হলে আন্তর্জাতিক বাজারে ক্রেতারা ভালো মূল্য অফার করেন। ক্রেতাদের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে ওঠে। একই সঙ্গে উদীয়মান বাজারগুলোয় প্রবেশাধিকার পাওয়া সহজ হয়। ন্যাশন ব্র্যান্ডিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত দেশের রফতানি, পর্যটন, দেশী-বিদেশী বিনিয়োগ আকর্ষণ, দেশের ইতিবাচক ও সঠিক ভাবমূর্তি, আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নতি। বিশ্বে প্রায় ১৯৫টি দেশ রয়েছে, যারা নিজ নিজ দেশে বিদেশী বিনিয়োগ ও পর্যটক আকর্ষণ করার জন্য তীব্র প্রতিযোগিতায় লিপ্ত। তাই এখনই উপযুক্ত সময়, ন্যাশন ব্র্যান্ডিং কৌশল বিষয়ে পরিকল্পনা করার।