চরফ্যাসনে ২ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভোলা পরিবেশ অধিদপ্তর
ভোলার চরফ্যাসন উপজেলা দক্ষিণ আইচা থানাধীন চর মানিকা ইউনিয়নের দুই ভাইয়ের মালিকানা সোহাগ ও জিয়ার দুইটি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিলেন ভোলা পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান এর নির্দেশে ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক মিয়া এর নেতৃত্বে ভেকু মেশিন দিয়ে ইটভাটা ২টি গুড়িয়ে দেয়া হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে ভাটার পানি নিভিয়ে দেন। ইটভাটা দুইটি হলো সোহাগ আকনের রাত্রি ব্রীক এবং জিয়া আকনের আকন ব্রীক । চরমানিকার ২ নং ওয়ার্ডে ব্রীক্স গুলো অবস্থিত। ২০১১ সালে ব্রীক্স ফিল্ড সংলগ্ন রফিক মোল্লার ৭ একর জমি দখল করে এই আকন ইটভাটা করেন প্রভাবশালী জিয়া আকন। সোহাগ আকন চর মানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
স্থানীয় বাসিন্দা ফজলু মীর জানান, এই দুইটি ইটভাটা মানুষের বাড়ীর গাছ ও ফসল নষ্ট সহ শিশু বাচ্চারা ও নানাবিধ রোগে আক্রান্ত হয়েছিল। এলাকার জসিম জানান, ভয়ে জিয়ার বিরুদ্ধে আমরা কোন অভিযোগ করতে পারেনি। ইটভাটা দুইটির কোন ধরনের কাগজ পত্র না থাকায় এই অভিযান করে ইটভাটা গুড়িয়ে দিয়েছেন ভোলা পরিবেশ অধিদপ্তর। এ সময় র্যাব সহ পুলিশ, ম্যাজিস্ট্রেট,পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এ অভিযানে অংশ নেন।
স্থানীয় বাসিন্দা নিরব জানান,এই মানিকার মানুষ ঈদের মত খুশি।ইটভাটার জিয়া আকনের লোকজন নিরবের জমি কেটে মাটি নিয়ে গেছে জোর করে ইটভাটার আগুনে শতশত একর জমির ফসল পুড়ে গেছে।