শিরোনাম

South east bank ad

রাজ্জাক হত্যার ১৯ বছর পর ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

 প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   আইন আদালত

রাজ্জাক হত্যার ১৯ বছর পর ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

মাদারীপুরে চাঞ্চল্যকর আব্দুর রাজ্জাক হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও  ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।  অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। 

বুধবার (১৯ অক্টোবর) বিকেলে মাদারীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ রায় দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মাজারুল ইসলাম মজনু (৫০), মাছিম শেখ (৪৮) ও জসিম শেখ (৪৫)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- হোসেন হাওলাদার (৬০), মনজুর আলী (৫৬), সাইদুর হোসেন হাওলাদার (৫২), সূর্য মাতুব্বর (৫৫), ফয়েজ শেখ (৫৮) ও সুজাল মাতুব্বর (৬০)।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৩ সালের ১৯ অক্টোবর মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পুরাতন রাজার হাট বাজারে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শিরখাড়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদারের মেজো ভাই রাজ্জাক হাওলাদারকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেন রাজনৈতিক প্রতিপক্ষ লুৎফর খালাসী ও তার সমর্থকরা। এ ঘটনায় ২০ অক্টোবর নিহতের স্ত্রী সেলিনা খানম বাদী হয়ে ২০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরবর্তীতে এ ঘটনায় ২০০৫ সালের ৩ নভেম্বর মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান ১৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

পরে বাদীপক্ষ মামলায় নারাজি দিলে আরও একজনকে  আসামির অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে আদালত আরও তিন আসামিকে অন্তর্ভুক্ত করে বিচারকাজ শুরু করেন। বিচারকাজ চলাকালে পাঁচ আসামি বন্দুকযুদ্ধে মারা যান এবং আরও চার আসামি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। দীর্ঘ ১৯ বছর বিচারিক কার্যক্রম শেষে আজ রাজ্জাক হত্যা মামলার রায় দেন আদালত।

মামলার বাদী সেলিনা খানম বলেন, আজকের রায়ে আমরা খুশি। এই রায় যেন উচ্চ আদালত বহাল রাখেন এবং দ্রুত এই রায় কার্যকর হয়। 

মাদারীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিদ্দিকুর রহমান বলেন, রাজ্জাক হাওলাদার হত্যা মামলায় দীর্ঘ ১৯ বছর যুক্তিতর্ক শেষে আদালত তিনজনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আমরা রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।

BBS cable ad

আইন আদালত এর আরও খবর: