হাটহাজারীর সেই মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে কী ব্যবস্থা, জানতে চেয়েছেন হাইকোর্ট
হাটহাজারীর মারকাজুল কোরআন ইসলামি অ্যাকাডেমি মাদরাসায় মো. ইয়াসিন ফরহাদ (৭) নামে এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের ভার্চ্যুয়াল বেঞ্চ এ আদেশ দেন। রবিবারের মধ্যে প্রশাসনকে এ বিষয়ে হাইকোর্টকে জানাতে হবে।
বিষয়টি নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। পরে তিনি জানান, আদালতের নজরে আনার পর ওই ঘটনার সাবিক বিষয়ে রবিবারের মধ্যে জানতে চেয়েছেন। ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ কী ব্যবস্থা নেওয়া হয়েছে, শিশুর চিকিৎসা সেবা ও নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা ইত্যাদি বিষয়ে প্রতিবেদনের মাধ্যমে জানাতে হবে।
এদিকে ওই ঘটনায় থানায় মামলা করেছে শিশুটির পরিবার। ওই মামলায় অভিযুক্ত মারকাজুল কোরআন ইসলামি অ্যাকাডেমি মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ ইয়াহিয়াকে গ্রেফতার দেখিয়েছে হাটহাজারী থানা পুলিশ।
বুধবার বিকেলে হাটহাজারী থানায় এই মামলা দায়ের করা হয় বলে জানান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুনুর রশিদ।