শাল্লার ঘটনায় প্রধান আসামি স্বাধীন মেম্বার গ্রেফতার
সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় প্রধান আসামি শাহিদুল ইসলাম স্বাধীন ওরফে স্বাধীন মেম্বারকে গ্রেফতার করেছে পিবিআই।
শুক্রবার রাতে মৌলভীবাজারের কুলাউড়া থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। স্বাধীন মেম্বার দিরাই উপজেলার নাচনি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য।
পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত ১টা ৩০ মিনিটে স্বাধীন মেম্বারকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত বুধবার (১৭ মার্চ) মাওলানা মামুনুল হককে নিয়ে এক যুবকের ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে সুনামগঞ্জের শাল্লার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ৮৭টি ঘর ভাঙচুর করে দুর্বৃত্তরা। বাড়ি থেকে টাকা, স্বর্ণালংকার লুটের অভিযোগ করা হয়েছে ভুক্তভোগীদের পক্ষ থেকে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল একটি মামলা করেন। এতে দিরাইয়ের তাড়ল ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীনকে উক্ত ঘটনার পরিকল্পনাকারী হিসেবে প্রধান আসামি করা হয়েছে।