শিরোনাম

South east bank ad

গাজীপুরে মোবাইল কোর্ট: বিস্কুট ফ্যাক্টরিকে অর্থদন্ড

 প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আইন আদালত

গাজীপুরে মোবাইল কোর্ট: বিস্কুট ফ্যাক্টরিকে অর্থদন্ড

গতকাল গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এর নেতৃত্বে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান ও জনসচেতনতা তৈরিসহ সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় জয়দেবপুর বাস স্ট্যান্ড থেকে কাঁচাবাজার হয়ে জয়দেবপুর বাজারের শপিং মলগুলোতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। বাস স্ট্যান্ড, কাঁচাবাজার ও শপিং মলগুলোতে মাস্ক পরিধানের বাধ্যতামূলক সম্প্রচার ও জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। শপিংমলগুলোতে যে সব ক্রেতা ও দোকানদাররা মাস্কবিহীন ছিলেন তাদের জরিমানা করা হয় এবং মাস্ক পরিধানের বিষয়ে কঠোর হুশিয়ারী দেওয়া হয়।

এসময় জয়দেবপুর বাস স্ট্যান্ডে অবস্থিত একটি বিস্কুট ফ্যাক্টরিকে খাবারে নিম্ন মানের রং মিশানো, এ্যামোনিয়া মিশানো ও মেয়াদবিহীন খাবার সংরক্ষণ করার অপরাধে জরিমানা করা হয়। সর্বমোট ১০টি মামলায় ২১,৯০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ অভিযানে ব্যাটালিয়ন আনসার ও মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ সহায়তা করেন।

BBS cable ad

আইন আদালত এর আরও খবর: