শিরোনাম

South east bank ad

সব জামিনের মেয়াদ বাড়ল দুই সপ্তাহ

 প্রকাশ: ০৫ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আইন আদালত

সব জামিনের মেয়াদ বাড়ল দুই সপ্তাহ

দেশের সব আদালতে যেসব জামিন প্রদান করা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে সেসব জামিন ও আদেশের মেয়াদ আগামী দুই সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। করোনাভাইরাসের বিস্তার রোধে লকডাউন তথা কঠোর বিধিনিষেধের প্রেক্ষাপটে আগামী দুই সপ্তাহের জন্য এই মেয়াদ বাড়ানো হয়েছে।

রোববার (৪ এপ্রিল) হাইকোর্ট বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেইসঙ্গে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম সীমিত করা হয়েছে।

অন্যান্য অধস্তন আদালত ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা না করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে একজন ম্যাজিস্ট্রেট স্বাস্থ্যবিধি অনুসরণ করে দায়িত্বপালন করবেন।

করোনাভাইরাসের সংক্রমণরোধে আজ সোমবার (৫ এপ্রিল) থেকে সাত দিনের ‘লকডাউন’শুরু হয়েছে। আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত তা চলবে। এ সময় বিধিনিষেধ মেনে চলতে হবে।

BBS cable ad

আইন আদালত এর আরও খবর: