শিরোনাম

South east bank ad

গোপন বৈঠক থেকে হেফাজতের ৭ জন আটক

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আইন আদালত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদ্রাসায় গোপন বৈঠকের সময় হেফাজতের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম বিষয়টির সত‌্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোনারগাঁওয়ের একটি মাদ্রাসায় অভিযান চালায়। সেখান থেকে সাত জনকে আটক করা হয়। তারা সবাই হেফাজতের নেতাকর্মী।

উল্লেখ্য, সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক এক নারীসহ স্থানীয়দের দ্বারা অবরুদ্ধ হন। পরে হেফাজতের নেতাকর্মীরা তাণ্ডব চালিয়ে স্থানীয় আওয়ামী লীগের অফিসসহ বিভিন্ন ব‌্যক্তির বাড়িঘরে ভাঙচুর করে। অগ্নিসংযোগ করে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। স্থানীয় একজন সাংবাদিককেও লাঞ্ছিত করে। এসব ঘটনায় গতকাল বুধবার (৭ এপ্রিল) হেফাজত নেতা মামুনুল হককে প্রধান আসামি করে ৮৩ জনের নাম উল্লেখ করে পুলিশ দুটি মামলা দায়ের করে। লাঞ্ছিত হওয়া সাংবাদিক ১৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। তিনটি মামলায় ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়।

এ তিন মামলায় এখন পর্যন্ত পুলিশ ২৬ জন হেফাজত নেতাকর্মীকে আটক করেছে।

BBS cable ad

আইন আদালত এর আরও খবর: