শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে নও-মুসলিম ওয়াসিক বিল্লাহ নোমানীকে রিমান্ডে পাঠিয়েছে আদালত

 প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আইন আদালত

ময়মনসিংহে নও-মুসলিম ওয়াসিক বিল্লাহ নোমানীকে রিমান্ডে পাঠিয়েছে আদালত

রাসেল আহমেদ (ময়মনসিংহ) :

রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেয়া নও-মুসলিম খ্যাত ওয়াসিক বিল্লাহ নোমানীকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। রবিবার (১১ এপ্রিল) বিকাল ৫ টায় সানকিপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওয়াসিক বিল্লাহ নোমানী হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন। তিনি ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। ধর্মান্তরিত হওয়ার পর দেশের বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তৃতা করে ‘নও-মুসলিম বক্তা’ হিসেবে পরিচিত হয়েছেন। তিনি নগরীর সানকিপাড়া এলাকায় বসবাস করতেন।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক একেএম রওশন জাহান একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালী থানার ওসি ফিরোজ তালুকদার। তিনি বলেন, ওয়াসিক বিল্লাহ নোমানীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়েছে। রবিবার রাতে এস আই মাহবুব রশীদ ও রাকিবুল ইসলাম শাহীন নামে এক ব্যক্তি বাদি হয়ে দুটি মামলা করেন।

সম্প্রতি ওয়াসিক বিল্লাহ নোমানীর ইসলামী সভার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিও ওয়াসিক বিল্লাহ নোমানীকে বলতে শুনা যায়, আমরা যদি খেলাফত কায়েম করতে পারি। তাহলে, সংবাদ লেখার সময় পাবি না। একটা একটা করে ধরে তোদের জবাই করব।

ওই ভিডিওতে আরও বলতে শুনা যায়, ও মুসলমান, এখন থেকে আমরাও তৈরি। তোমরা আমাদেরকে ঘাড় ভাঙবা, আমরাও তোমাদের ঘাড় ভাঙব। কে কে তৈরী আছ বলে ওয়াজ মাহফিল শুনতে আসা লোকদের উস্কে দেয়। এ সময় শ্রোতারাও তার কথায় সমর্থন জানায়। তিনি আরও বলেন, যতদিন বাঁচব, বাঘের মতো বাঁচব। আর যদি মরতে হয় ইনশাল্লাহ দুই চার দশটাকে জাহান্নামে পাঠিয়ে এরপর মরব ইনশাল্লাহ। তাকে আরও বলতে শোনা যায়, সবাই বুঝেন, চিন্তা করে বলেন। ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন না তো? রক্ত দেবেন ইনশাল্লাহ? রক্ত দেবেন তো ইনশাল্লাহ? রক্ত দিয়েছে কে? তাহলে মুসলমান, আজকে থেকে ডাইলগ পরিবর্তন। ডাইলগ চেঞ্জ। এখন থেকে আর রক্ত দেব না, অনেক রক্ত দিয়েছি আমরা। এখন থেকে সাফ কথা। এখন থেকে আর রক্ত দেব না। রক্ত নেবো, রক্ত নেব, রক্ত নেব ইনশাল্লাহ।

BBS cable ad

আইন আদালত এর আরও খবর: