আইনজীবীদের মুভমেন্ট পাস দিতে আইজিপির কাছে আবেদন
বার কাউন্সিলের অধীনে সনদপ্রাপ্ত আইনজীবীদের মুভমেন্ট পাস দিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কাছে একটি আবেদন করা হয়েছে। শনিবার ডাকযোগে এ আবেদন করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আবেদনে বলা হয়, দেশের আদালতগুলোতে সীমিত পরিসরে মামলার কার্যেক্রম চালানো হচ্ছে। আসামিদের জামিনসহ অন্যান্য ফৌজদারী আবেদনসমূহ শুনানি করতে সুপ্রিম কোর্টের নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনসহ অন্যান্য কাজ করতে আইনজীবীদের মুভমেন্ট পাস জরুরি। দেশের অন্যান্য পেশায় নিয়োজিত ১৮ শ্রেণির মানুষের মতো আইনজীবীদের মুভমেন্ট প্রয়োজন।