বিস্ফোরক মামলায় রিমান্ডে শিশুবক্তা
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার বিস্ফোরক মামলায় মাওলানা রফিকুল ইসলাম মাদানীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আজ বুধবার (২১ এপ্রিল) দুপুরে কোতোয়ালি থানার মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম মাদানীর ১০ দিনের রিমান্ড আবেদন করেন ভার্চুয়াল আদালতে। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হাই একদিনের রিমান্ড মঞ্জুর করেন। নেত্রকোনার পূর্বধলার নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর ২৯ মার্চ ময়মনসিংহের কোতোয়ালি থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখানো হয় রফিকুল ইসলামমে। অন্য মামলায় রফিকুল ইসলাম মাদানী কাশিমপুর কারাগারে রয়েছেন।