বইমেলা লেখক-পাঠক-প্রকাশকদের মিলনমেলা
মির্জা ইয়াহিয়া: বইমেলা শুধু বই বিক্রির স্থান নয়। এটা লেখক-পাঠক-প্রকাশকদের মিলনমেলা। এতে থাকে উৎসবের আমেজ। এবার করোনাভাইরাসের কারণে তা কম ছিলো। ফেব্রুয়ারির মেলা আয়োজিত হলো মার্চ ও এপ্রিল মাসে। তবে বই সংগ্রহ করা যায় সারাবছরই। এর জন্য বইয়ের দোকানে যেতে পারেন। এখন আবার অনলাইনে ঘরে বসেই সহজেই বই ক্রয় করা যায়।
ইদানীং বই নিয়ে একটা বিষয় চোখে পড়ে। তা হলো বই বিক্রির ক্ষেত্রে এগিয়ে থাকে ক্যারিয়ার, মোটিভেশন কিংবা দক্ষতা বৃদ্ধি বিষয়ক বিভিন্ন বই। বইমেলায় বিক্রির ক্ষেত্রেও এমন ঘটনা থাকে। আবার অনলাইন প্লাটফর্মে বিক্রির ক্ষেত্রেও টপ টেনে থাকে এ ধরনের বই।
যতোটুকু জানতে পেরেছি, মোটিভেশনাল ও ক্যারিয়ারের দক্ষতা বৃদ্ধি বিষয়ক বইয়ের প্রধান ক্রেতা তরুণ শিক্ষার্থীরা। এখনকার ছাত্র-ছাত্রীরা কর্মজীবনে প্রবেশের আগেই ক্যারিয়ার নিয়ে ভাবে, এটা অবশ্যই ভালো বিষয়। কিন্তু আমি বলবো, তরুণরা যেন গল্প-উপন্যাস-কবিতাও পাঠ করে। তাদের পড়া দরকার বিখ্যাত মনিষীদের জীবনী বা স্মৃতিকথাও। কারণ জীবনগঠনে এ ধরনের বইও ভূমিকা রাখে।
পরিশেষে, সবার জীবনের সফলতা কামনা করছি। ভালো থাকবেন সবাই।
(মির্জা ইয়াহিয়া,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং জনসংযোগ ও মিডিয়া বিভাগের প্রধান। সিটি ব্যাংক লিমিটেড, বাংলাদেশ, এর ফেসবুক পেইজ থেকে নেয়া।)