আগামী বছর থেকে পুরস্কারমূল্য ১০ লাখ, পাবেন ২৫ সাংবাদিক : বসুন্ধরা চেয়ারম্যান
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছেন, আগামী বছর ২৫ জন অনুসন্ধানী সাংবাদিককে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হবে। আর তাদের প্রত্যেককে দেওয়া হবে ১০ লাখ টাকা। প্রতিবছরই এই আয়োজন করবে বসুন্ধরা গ্রুপ।
সোমবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, প্রয়োজনে আরও স্ট্রং জুরিবোর্ড গঠন করা হবে। সাংবাদিকদের মানোন্নয়নের সবধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। বসুন্ধরা গ্রুপ গণমাধ্যমের উদ্যোগ গ্রহণের পর সাংবাদিকের মান উন্নয়ন হয়েছে।
তিনি সাংবাদিকদের আহ্বান জানিয়ে বলেন, ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো কিছু লেখার আগে আরও বেশি সত্যতা যাচাই করবেন। একজন ব্যবসায়ীর এই পর্যায়ে আসতে অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে। ভালোকে ভালো বলুন, খারাপকে খারাপ বলতে হবে।