ইনডিপেনডেন্ট টেলিভিশনের ১১তম বর্ষপূর্তি উদযাপন
সংবাদ পরিবেশনে আরো বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা- এ প্রত্যয় নিয়ে পালিত হলো ইনডিপেনডেন্ট টেলিভিশনের ১১তম বর্ষপূর্তি। আজ ২৮ জুলাই বৃহস্পতিবার বিকেলে বেক্সিমকো মিডিয়া কমপ্লেক্সে বর্ষপূর্তির কেক কাটেন সংবাদভিত্তিক এই টিভি চ্যানেলের প্রধান সম্পাদক এম শামসুর রহমান।
এসময় তিনি বলেন, গত ১১ বছর ধরে অবাধ তথ্য সম্প্রচারে জোর দিয়েছে ইনডিপেনডেন্ট টেলিভিশন। করোনা পরিস্থিতির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন সাংবাদিকেরা। দর্শকদের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ ইনডিপেনডেন্ট টেলিভিশন। এই ধারা অব্যাহত রেখে আরো অনেক বছর এই
চ্যানেল সচল থাকবে বলে তিনি বিশ্বাস করেন। বর্ষপূর্তি উপলক্ষ্যে আনন্দমুখর পরিবেশ ছিলো বেক্সিমকো মিডিয়া কমপ্লেক্সে। ইনডিপেনডেন্ট টেলিভিশনের কর্মীরা গান, কবিতা ও নৃত্য পরিবেশনার মাধ্যমে প্রতিষ্ঠানবার্ষিকী উদযাপন করেন। বিভিন্ন প্রতিষ্ঠানের শুভাকাঙ্খীরা ফুল ও কেক নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন ইনডিপেনডেন্ট টেলিভিশনে। এছাড়া সারাদেশে টিভি চ্যানেলটির ব্যুরো অফিস ও জেলা প্রতিনিধিরাও দিনটি উদযাপন করেন। উল্লেখ্য যে, ২০১১ সালের ২৮ জুলাই ২৪ ঘন্টার সংবাদভিত্তিক এ বেসরকারি চ্যানেল যাত্রা করে।