শিরোনাম

South east bank ad

ঈদের আগে সংবাদপত্রের পাওনা সরকারি বিজ্ঞাপন ও ক্রোড়পত্রের বিল পরিশোধের আহবান

 প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

ঈদের আগে সংবাদপত্রের পাওনা সরকারি বিজ্ঞাপন ও ক্রোড়পত্রের বিল পরিশোধের আহবান

পবিত্র ঈদুল ফিতরের আগে সংবাদপত্রের পাওনা সরকারি বিজ্ঞাপন ও ক্রোড়পত্রের বিল পরিশোধের আহবান জানিয়েছে বাংলাদেশ সম্পাদক ফোরাম। শনিবার এক বিবৃতিতে সম্পাদক ফোরামের উপদেষ্টা পরিষদ ও আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এ আহবান জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন দেশে বিরাজমান ভয়াবহ করোনা মহামারি পরিস্থিতির মধ্যে অন্যান্য প্রতিষ্ঠানের মত গণমাধ্যমও মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়েছে। শত প্রতিকূলতার মধ্যে এই করোনা পরিস্থিতিতেও গণমাধ্যম (প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া) তাদের উপর অর্পিত জাতীয় দায়িত্ব পালন করে আসছে। গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সম্মুখসারির যোদ্ধা হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে ভয়ংকর পরিবেশেও দেশ ও মানুষের স্বার্থে তাদের পেশাগত দায়িত্ব পালন করছে। গত এক বছরেরও বেশি সময় ধরে চলমান করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী সিদ্ধান্ত ও পদক্ষেপে মানুষের জীবন ও জীবিকা নিরাপদ, চলমান ও গতিশীল রয়েছে। এই করোনা ও লকডাউনের মধ্যে সম্মুখসারির যোদ্ধা সাংবাদিকসহ বিভিন্ন ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানকে প্রণোদনা এবং বিপুল সংখ্যক অসহায় মানুষকে সহায়তা প্রদান করে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা দেশে-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। করোনার এই দ্বিতীয় দফার ভয়ংকর ঢেউয়ে দেশের
সামগ্রিক পরিস্থিতি আবারও এলামেলো হয়ে পড়েছে। সরকার তার সর্বস্ব দিয়ে মানুষের জীবন রক্ষার্থে অত্যন্ত কৌশলী ভুমিকা গ্রহণ করে বিরাজমান পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের এই উদ্যোগ ও পদক্ষেপকে আমরা স্বাগত ও সমর্থন জানাই এবং সরকারের সহযোগী হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। তার পরও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের বেতন-ভাতা পরিশোধ করতে সংবাদপত্র ও টিভি মিডিয়াকে মারাত্মক আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ অবস্থায় সরকারি অফিস ও ডিএফপির কাছে সংবাদপত্রগুলোর বিপুল পরিমাণে বিজ্ঞাপন ও ক্রোড়পত্রের বিলের অর্থ দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে রয়েছে। ঈদের আগে জরুরি ভিত্তিতে এইসব বকেয়া বিজ্ঞাপন ও ক্রোড়পত্রের বিল পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা না হলে গণমাধ্যমে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে, যা এই র্শিল্পে মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। নেতৃবৃন্দ সরকারি বিজ্ঞাপন ও ক্রোড়পত্রের বিল পরিশোধে, ডিএফপি ও অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরকে তাগিদ দিয়ে আসন্ন
বিপর্যয়ের হাত থেকে গণমাধ্যমকে উদ্ধারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন বাংলাদেশ সম্পাদক ফোরামের পক্ষ থেকে গত বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে এ সংক্রান্ত চিঠি পৌছে দেওয়া হয়েছে। আশাকরি তথ্য ও সম্প্রচারমন্ত্রী মহোদয় এ ব্যপারে উদ্যোগ গ্রহণ করবেন। বিবৃতিতে স্বাক্ষর করেন ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, আমাদের কুমিল্লার সম্পাদক নাঈমুল ইসলাম খান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত , বাংলাদেশ জার্নাল সম্পাদক শাহজাহান সরদার, বাংলাদেশের খবর সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়া, ভোরের ডাক সম্পাদক কে.এম. বেলায়েত হোসেন ও বাংলাদেশ পোস্ট সম্পাদক শরিফ সাহাবুদ্দিন।

ফোরামের আহ্বায়ক দৈনিক স্বদেশ প্রতিদিন সম্পাদক রফিকুল ইসলাম রতন, ; যুগ্ম-আহ্বায়ক আলোকিত বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদ আনোয়ার, আমাদের নতুন সময় সম্পাদক নাসিমা খান মন্টি,
সদস্যসচিব দৈনিক আজকালের খবর সম্পাদক ফারুক আহমেদ তালুকদার,
সদস্য: দৈনিক জনতা সম্পাদক আহসান উল্লাহ-, ডেইলি ইন্ডাস্ট্রি সম্পাদক ড. এনায়েত করিম, দৈনিক খোলাকাগজ সম্পাদক মো. আহসান হাবীব, মানবকণ্ঠ এর ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী, সংবাদ
প্রতিদিন এর ভারপ্রাপ্ত সম্পাদক রিমন মাহফুজ, শেয়ারবিজ সম্পাদক মীর মনিরুজ্জামান, বাংলাদেশের আলো সম্পাদক মফিজুর রহমান খান বাবু, প্রতিদিনের সংবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক এসএম মাহবুবুর রহমান, বাংলাদেশ বুলেটিন সম্পাদক মোহাম্মদ আশরাফ আলী।
বিভাগীয় সদস্য: আজকের বার্তা (বরিশাল) এর সম্পাদক কাজী নাছির উদ্দিন বাবুল, স্বদেশ সংবাদ (ময়মনসিংহ) এর সম্পাদক জগদীশ চন্দ্র সরকার, বীর চট্টগ্রাম ম (চট্টগ্রাম ) এর সম্পাদক সৈয়দ ওমর ফারুক , মিল্লাত এর সম্পাদক আকবারুল হাসান, দৈনিক সিলেট মিরর (সিলেট) এর সম্পাদক আহমেদ নূর, দৈনিক রাজপথের দাবি (খুলনা) এর সম্পাদক মকবুল হোসেন মিন্টু, প্রথম খবর (রংপুর) এর সম্পাদক আব্দুল বারী তোতা, দৈনিক চাঁদনী বাজার (বগুড়া) সম্পাদক সুমনা রায়।

BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: